২০১৭ সাল থেকে অভিনয় জগতে চুতিয়ে কাজ করছেন অভিনেত্রী অলকানন্দা গুহ। মহাপ্রভু শ্রী চৈতন্য, জয় বাবা লোকনাথ, করুণাময়ী রানী রাসমণি, জয়ী, আলো ছায়া, ইরাবতীর চুপকথা, মহাপীঠ তারাপীঠ, আয় তবে সহচরী, দেবী, নবাব নন্দিনী, বঁধুয়া-র মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।
অভিনেত্রী পাশাপাশি ইউটিউব প্লাটফর্মেও নিজে নাম প্রতিষ্ঠিত করেছেন। তবে এবার স্বপ্নপূরণ হতে চলেছে অলকানন্দার। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিষ্ণুপ্রিয়া’র ছবিতে অভিনয় করবেন অলকা। যদিও এই প্রথম নয়, এর আগে বড়পর্দায় কাজ করেছেন অভিনেত্রী।
তবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করার স্বপ্ন সকলের থাকে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকর এবং চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। যিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য চরিত্রে দেখা যাচ্ছে।
আজকাল ডট ইন-কে ছবির প্রসঙ্গে অলকানন্দা গুহ জানিয়েছেন, ‘ছ’বছর আগে একটি ধারাবাহিকে ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রটি করেছিলাম। তখন রাণাদা বলেছিলেন, কোনওদিন বড়পর্দায় ‘মহাপ্রভু’ নিয়ে কাজ করলে আমাকেই ‘বিষ্ণুপ্রিয়া’র চরিত্রটি দেবেন। আজ এত বছর পর যে কথা রেখেছেন, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, মনে হচ্ছে যেন স্বপ্নপূরণ।’