স্বীকৃতি মজুমদার , বাংলা বিনোদন জগতের সকলে তাকে অভিনেত্রী হিসাবেই চেনেন। ‘খেলাঘর’, ‘মেয়েবেলা’, ‘আলোর কোলে’ র মতো একাধিক বাংলা মেগা ধারাবাহিকের নায়িকা তিনি। বর্তমানে অভিনয় করছেন ‘রানী ভবানি’ ধারাবাহিকে।
তবে এবার আর অভিনেত্রী হিসাবে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান স্বীকৃতি। এবার নতুন জার্নিতে পা রাখতে চলেছেন। অভিনয় জগতে জনপ্রিয়তা অর্জন করার পর এবার প্রযোজকের ভূমিকায় তাকে দেখা যাবে।
জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক তথা সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথভাবে একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন স্বীকৃতি। জয়দীপ এবং প্রাঞ্জল এর প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের এটি প্রথম প্রযোজিত সিরিজ। যদিও নাম এখনও ঠিক করা হয়নি। শোনা যাচ্ছে এই সিরিজের দেখা মিলবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগতা পুজিতা সহ আরও বেশ কিছু চেনা মুখের।