জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়। আদি চরিত্রে ভালো প্রশংসা পেয়েছিলেন। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পর অন্বেষা-ঋত্বিকের জুটি এই মেগা ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরিয়ে আনা হয়েছিল।
তবে এবার কি হিন্দি ধারাবাহিকে পা রাখতে চলেছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন হয়তো আনন্দী ধারবাহিক ছেড়ে দেবেন অভিনেতা। সত্যি কি তাই?
আসলে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ইশক সুবহান আল্লাহ’। এই মেগায় থাকবেন যুক্ত হতে চলেছেন ঋত্বিক। অভিনয়ে নয়, নায়কের চরিত্রে কণ্ঠ দেবেন ঋত্বিক। এটি একটি হিন্দি ধারাবাহিকের ডাবিং। অর্থাৎ শুধুমাত্র তার কণ্ঠ শোনা যাবে। তাই অনুরাগীরা নিশ্চিত থাকতে পারেন আনন্দী ধারাবাহিক ছাড়ছেন না ঋত্বিক মুখোপাধ্যায়। তবে এই প্রথম হিন্দি ধারাবাহিকের ডাবিংয়ে কণ্ঠ দেওয়ার জন্য খুশি অভিনেতা।