অনুরাগের ছোঁয়া’র বিরাট সাফল্যের পর এবার বড়পর্দায় সূর্য থুড়ি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। জীবনের নতুন অধ্যায় শুরু অভিনেতার। তাও আবার মুখ্য চরিত্রে। হ্যাঁ, বড়পর্দায় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’।
এই ছবি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে বিনোদিনী চরিত্রে দেখা মিলবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। আর চৈতন্যদেবের ভূমিকায় থাকবেন অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি। অনুরাগীদের জন্য হোলির দিন বড় সুখবর জানালেন অভিনেতা।
বড়পর্দায় পা রাখছেন তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে যা সত্যিই ভাগ্যের বিষয়। প্রথম ছবি প্রসঙ্গে ছোটপর্দার সূর্য টিভি৯ বাংলাকে জানান, এই ছবিটি মূলত শ্রীচৈতন্য দেবের বায়োপিক। ষোড়শ শতক, ঊনবিংশ শতক এবং একবিংশ শতক, এই তিনটি যুগের গল্পের সূত্র ধরে মহাপ্রভুর জীবন ছবিতে তুলে ধরা হবে।
View this post on Instagram