আজ শেষ হল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। আড়াই বছর ধরে সাফল্যের সাথে এই ধারাবাহিক টিভির পর্দায় চলে আসছে। প্রথম থেকেই সৃজন আর পর্ণার জুটি বাংলা টেলিভিশনে আলাদাই ক্রেজ তৈরি করে নেয়।
ইতিমধ্যে আপনারা দেখেছেন রুবেল আর মোহনা মাইতির নতুন ধারাবাহিকের প্রোমো। তবে শুধু একা রুবেল নয়, খুব শীঘ্রই পর্ণাও ফিরছে নতুন ধারাবাহিক নিয়ে।
পর্ণা আর সৃজনের জুটি অতীত। এবার অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসবেন পল্লবী শর্মা। অভিষেক বীর শর্মা এর আগে ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এবার দেখার বিষয় সৃজন-পর্ণা’র মতো পল্লবী আর অভিষেকের জুটি পর্দায় সাড়া ফেলে কিনা।