সুস্মিতা নয়, এবার ‘গীতা এলএলবি’র হিয়ার সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছে সাহেব

সাহেব- হিয়া 

‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দে-র সঙ্গে সাহেবের রসায়ন ছিল চোখে পড়ার মতো। সেই সফর শেষ হওয়ার পর থিয়েটার নিয়ে ব্যস্ত থাকলেও, এবার ফের নতুন ধারাবাহিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাহেব ভট্টাচার্য। এবার নতুন ধারাবাহিকের লুক সেটের জন্য তৈরি সাহেব।

সবচেয়ে বড় চমক হলো সাহেবের নতুন নায়িকা কে হতে চলেছেন। টলিপাড়ায় চর্চা শোনা যাচ্ছে, ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়ের কাছে এই নতুন ধারাবাহিকের প্রস্তাব গেছে। ধারাবাহিক শেষে এতদিন বিরতিতেই ছিলেন হিয়া।

এবার পর্দায় সাহেব ও হিয়া যদি জুটি বাঁধেন, তবে তা হবে ছোটপর্দার এক নতুন এবং ফ্রেশ কম্বিনেশন। তবে বিষয়টা নাকি চূড়ান্ত নয় এখনও। সূত্রের খবর অনুযায়ী, স্টার জলসা চ্যানেলে বেঙ্গল টকিজ প্রোডাকশনের এই নতুন সিরিয়ালটি আসতে চলেছে। ইতিমধ্যেই সাহেব ও হিয়ার লুক সেট করার অনুরোধ জানানো হয়েছে, তবে চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি।

সাহেবের সঙ্গে আবারও সুস্মিতার জুটি দেখা যাক, এমনটাই চান কিছু অনুরাগী। আবার অনেকে মনে করেন, ব্যক্তিগত জীবনে এখন সাহেব-সুস্মিতার প্রেম পাকা। তাই ছোটপর্দায় সাহেব অন্য নায়িকার সঙ্গে জুটি বাঁধলেই হয়ত ধারাবাহিক জমতে পারে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সাহেব ও হিয়াই পর্দায় জুটি হিসেবে দর্শকদের সামনে আসেন কিনা।