জি-বাংলায় নতুন ধারাবাহিক বন্ধের খবর শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। গুঞ্জন শোনা যাচ্ছিল, টিআরপি খারাপ হওয়ার জন্য বন্ধ করে দেওয়া হবে নতুন ধারাবাহিক ‘মুকুট’। শ্রাবণী ভুঁইয়ার অভিনীত এই ধারাবাহিক শুরু থেকেই ব্যর্থ। নিত্য নতুন টুইস্ট এনেও টিআরপি আনা যাচ্ছে। তাই সূত্রের খবর জানা যায়, এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার হতে পারে।
তবে শোনা যাচ্ছে মত পরিবর্তন হয়েছে। ‘মুকুট’ ধারাবাহিক এখনি বন্ধ হবে না বরং জি-বাংলার অন্য একটি মেগা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে চ্যানেল। যদিও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, মুকুটের পরিবর্তে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় মেগা ‘গৌরী এলো’। প্রাইম টাইমে থাকাকালীন এই ধারাবাহিক টিআরপির দ্বিতীয় স্থানে থাকত। তবে বর্তমানে এই ধারাবাহিক বিকেলের স্লটে গিয়ে টিআরপি তলানিতে। তাই আগামীদিনে ভালো স্কোর না করলে এই ধারাবাহিককে প্রথমে বন্ধ করে দেওয়া হতে পারে। আর এই খবরে হতাশ হয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের দর্শকেরা।