বন্ধ হচ্ছে না মিঠাই! এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল, স্বস্তির নিশ্বাস মিঠাই ফ্যানেদের

মিঠাই

আচমকাই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রটেছে এপ্রিল মাসেই শেষ হচ্ছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। আর এই খবর পাওয়ায় চিন্তার ভাঁজ মিঠাই ফ্যানেদের কপালে। সত্যিই এই খবর আসল? জানিয়ে দিলেন পরিচালক নিজেই।

হিন্দুস্তান টাইমস বাংলাকে মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়ে দিলেন, এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল, তখন আমাকে অনেকে এই প্রশ্ন করেছে। আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক। চ্যানেল যতক্ষণ না পর্যন্ত চ্যানেলের তরফে আমাকে জানানো হচ্ছে ততক্ষণ আমি কিছু জানি না। একটা কথা তো ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে হবে আমি জানি না”।

পরিচালক আরও জানান, “মিঠাই শেষের গুঞ্জন নিয়ে এখন আর কিছু ভাবি না। রানি রাসমণিও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর চলল। এটাও এক বছর বন্ধ হবে হবে করে এখনও চলছে। টাইম স্লট চেঞ্জের সময়ও এই গুজব রটেছিল। লোকজনের এখন নতুন সিরিয়াল লঞ্চ হলেই মনে হয় মিঠাই শেষ হবে।’

মিঠাই ঘনিষ্ঠ সূত্রের দাবি, “মিঠাই শেষ হওয়ার কোনও খবর নেই এরকম। এখনও পর্যন্ত মিঠাই প্রফিটে চলছে, হঠাৎ শেষ হওয়ার প্রশ্ন উঠছে কেন? বুঝতে পারছি না”। অর্থাৎ নিশ্চিন্তে থাকতে পারেন মিঠাই ভক্তরা।

Source: bangla . hindustantimes . com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here