সৃজন নয়, বাংলার সেরা নায়কের পুরস্কার পেল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের স্বয়ম্ভূ, ক্ষোভপ্রকাশ দর্শকের

স্বয়ম্ভূ

চলতি বছরে জি-বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে বাংলার সেরা নায়কের পুরস্কার পেলেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের স্বয়ম্ভূ ওরফে অভিনেতা সৌম্যদীপ মুখার্জী। যা নিয়ে রীতিমতো শোরগোল নেটপাড়ায়।

জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভূ ‘সেরা নায়ক’-এর পুরস্কার পাওয়ার যোগ্য নয়, এমনটাই মত অধিকাংশ নেটিজেনদের। তাদের দাবি এই পুরস্কার দেওয়া উচিত ছিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সৃজন ওরফে অভিনেতা রুবেল দাসকে। কারণ স্বয়ম্ভূর থেকে সৃজনের অভিনয় এবং পারফর্মেন্স অনেক ভালো, এমনটাই অভিযোগ জানেচ্ছেন দর্শক।

আসলে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভূ চরিত্রটি নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন দর্শকেরা। এমনকি তাকে বাংলা সিরিয়ালের ‘মিউট নায়ক’ও বলা হয়। দর্শকের দাবি, “ধারাবাহিকে তাঁর চরিত্রটি একেবারে মিউট”। ধারাবাহিকে সমস্ত কিছু নায়িকা করে আর নায়ক চুপ করে থাকে। অধিকাংশ দর্শকের মতে, “জগদ্ধাত্রীর মতো ধারাবাহিকে সৌম্যদীপকে দেওয়া একেবারেই উচিত হয়নি”। আবার অনেকের মতে “স্বয়ম্ভূ একেবারেই অভিনয় পারে না”। এমনকি চ্যানেলের কাছে নায়ক পরিবর্তনের জন্য বহুবার অনুরোধ জানিয়েছিলেন নেটিজেনরা। এবার জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক-কে সেরা নায়কের খেতাব দেওয়ায় ক্ষোভে ফুটছেন ‘নিম ফুলের মধু’র ভক্তরা।