
জি-বাংলার সারেগামাপার সৌজন্যে অ্যালবার্ট কাবো এখন সকলের পরিচিত মুখ। কারণ শোয়ের ট্রফি পদ্মপলাশ জিতলেও দর্শকের বিচারে বিজয়ী অ্যালবার্ট। এমনকি বিজেতা না হলেও এই মুহূর্তে একাধিক কাজ তারই হাতে। পাশাপাশি বড়পর্দায় কিছু ছবিতে গান করবেন তিনি।
তবে জি-বাংলা তাকে সারেগামাপায় সম্মান না দিলেও জনপ্রিয়তার খাতিরে আবার সেই পর্দায় হাজির অ্যালবার্ট। না, কোনও গানের নতুন রিয়েলিটি শোয়ে নয়, ‘দিদি নং ১’-এ খেলতে আসছেন তিনি।
এমনকি ‘দিদি নং ১’-এর মঞ্চে অ্যালবার্টের সঙ্গে হাজির থাকবে তার স্ত্রী এবং কন্যা। ‘সানডে ধামাকা’ পর্বে দেখা মিলবে এই মিষ্টি জুটির। রচনা সামনে ‘কি নামে ডেকে বলবো তোমাকে’ আইকনিক বাংলা গান গাইল। রচনা বন্দ্যোপাধ্যায় তার গানে মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞেস করেন ‘বাংলা না জেনেও কীভাবে এত সুন্দর বাংলায় গান গায়? উত্তরে অ্যালবার্ট জানায়, “মুখস্থ করে”।
View this post on Instagram