বাংলার বাইরে নয়, NEET-এ দ্বাদশ হয়েও SSKM-এ ডাক্তারি নিয়ে পড়বেন কলকাতার ছেলে সায়ন

কলকাতার ছেলে সায়ন

উচ্চ সাফল্যের পরই যেকোনো ছাত্রছাত্রী স্বপ্ন থাকে বিদেশে গিয়ে পড়াশুনো করার। কিন্তু তাদের থেকে একেবারেই ব্যতিক্রম কলকাতার ছেলে সায়ন প্রধান। এই মেধা কলকাতার ছাত্র উচ্চমাধ্যমিকে অষ্টম হয়েছেন আর অভিন্ন মেডিক্যাল প্রবেশিকায় (NEET UG 2023) দেশের মধ্যে দ্বাদশ স্থান অধিকার করেছেন।

পশ্চিমবঙ্গে সার্বিকভাবে প্রথম হয়েছেন কলকাতার রিজেন্ট পার্কের এই ছেলে। তবে সামান্য ফলাফলের পরও তিনি নিজের রাজ্যেই ডাক্তারি নিয়ে পড়তে চান।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে যোধপুর পার্কের পাথফাইন্ডার পাবলিক স্কুলের ছাত্র সায়ন জানান, “পশ্চিমবঙ্গের বাইরের কোনও মেডিক্যাল কলেজ আমি পড়তে চাই না, আপাতত এসএসকেএম থেকে এমবিবিএস করব। এরপর কার্ডিওলজি নিয়ে পড়াশুনো করার ইচ্ছে রয়েছে”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here