জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা শেষ হয়ে গেলেও কিছু চরিত্র আজও দর্শকের মনে থেকে গেছে। তেমনই একটা চরিত্র হল রাইয়ের বৌমনি চরিত্রটি। আর এই চরিত্রেই দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী পূজা বণিক।
অভিনয়ে যে যথেষ্ট পারদর্শী তা আলাদা করা বলার অপেক্ষা রাখে না। এবার সামনে এল অভিনেত্রীর এক অজানা প্রতিভার কথা। আপনারা হয়ত অনেকেই তা জানেন না। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি-বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’ তে।
আর এই ধারাবাহিকেই পুজা বণিকের মুখে সহ অভিনেত্রী পাপিয়া সেনের মুখে ফাঁস হল পুজার অজানা গুনের কথা। কি সেই প্রতিভা? পাপিয়া জানিয়েছেন সুযোগ পেলেই নাকি নিজের মত করে গান করেন পুজা।
এমনকি মেকআপ রুমেও মাঝে মধ্যে সকলকে চমকে দিয়ে গান ধরেন পুজা। অভিনেত্রীর গলার স্বর নাকি অবিশ্বাস্যরকম সুন্দর। নিজে যথেষ্ট সুন্দর গান করতে পারলেও কখনই নিজের গানের গলা নিয়ে বরাই করেন না পুজা। বরং কেউ তাকে গান করতে বললে উলটে লজ্জা পেয়ে যান পুজা। অভিঞ্জেত্রির এমন লাজুক স্বভাবের জন্যই হয়ত তার প্রতিভার কথা অনেকেরই অজানা।

