বাংলা ধারাবাহিকের গল্পের প্রত্যেকটি চরিত্র কাল্পনিক। লেখিকা নিজের মনের মতো করে চরিত্রগুলিকে তৈরি করেন। একমাত্র জীবনী অথবা ঐতিহাসিক গল্পগুলি বাস্তব হয়। কিন্তু এমন একটি ধারাবাহিক রয়েছে যার অস্তিত্ব রয়েছে বাস্তবে। ঠিক যেন ‘গল্প হলেও সত্যি’র মতো।
আপনারা জানলে অবাক হবেন। স্টার জলসার ‘মাধবীলতা’ ধারাবাহিকের মাধবীলতা চরিত্রটি কোন কাল্পনিক চরিত্র নয়, সত্যিই নাকি বাস্তবে আছে এরকম এক নারী। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া।
ধারাবাহিকের পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী চক্রবর্তী এক সংবাদমাধমে জানান, ‘মাধবীলতা এমন একটি চরিত্র যাকে তিনি নিজে চোখে উড়িষ্যার জঙ্গলে দেখেছেন। যে সিরিয়ালের মাধবীলতা’র মতো গাছকে ভালোবেসে আগলে রাখে। তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে এই ধারাবাহিক সিদ্ধান্ত নেন তিনি”।