সিরিয়াল পাড়ায় নায়ক-নায়িকার ঝামেলা কাম্য না হলেও, একেবারে অদেখা নয়। সম্প্রতি বাংলা সিরিয়ালে আরও একবার ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। জিতু-দিতিপ্রিয়ার ব্যক্তিগত ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে গেলেন নায়িকা। সমঝোতার সব চেষ্টাই ব্যর্থ।
এই মুহুর্তে চলছে অপর্ণা চরিত্রে নতুন নায়িকার খোঁজ। তবে পরিচিত চরিত্রে নতুন কাউকে খাপ খাওয়ানো যথেষ্ট কঠিন হলেও এমন কাজ সাফল্যের সঙ্গে করে দেখিয়েছেন অনেকেই। বাংলা সিরিয়ালের ইতিহাসের কালজয়ী মেগা ইষ্টিকুটুম। এই মেগা ব্যপক জনপ্রিয়তা দিয়েছে রণিতা দাসকে।
তবে মাঝপথে এই মেগা ছেড়েছিলেন অভিনেত্রী। সেই জায়গায় এসেছিলেন সুদীপ্তা চক্রবর্তী। সেক্ষেত্রেও মাঝপথে বন্ধ হয়নি মেগা। বরং বাহা চরিত্রে সুদীপ্তাকেই মেনে নেন দর্শক।
অন্যদিকে স্টার জলসারই বিজয়িনী সিরিয়ালে তো রাতারাতি হিরো-হিরোইন বদল হয়েছিল। কেকা চরিত্রে লেখাকে বদলে আনা হয়েছিল স্বস্তিকা দত্ত। চোখের তারা তুই মেগা থেকেও ঋতাভরী সরে যান, সেই জায়গা নেন ইপ্সিতা মুখোপাধ্যায়।
সাম্প্রতিক সময়ে রোশনাই সিরিয়াল থেকে অসুস্থতার জন্য সরে দাঁড়ান অনুষ্কা গোস্বামী। সেই শূন্য়তা পূরণ করেন তিয়াসা লেপজা। চোখের তারা তুই খ্য়াত অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
শ্য়ুটিং সেটে দুর্ব্যবহার করেছিলেন জয়, নায়িকাকে ধাক্কা মারেন রেগে গিয়ে। এরপরই ওই সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছিল জয়কে। তবে সিরিয়াল বন্ধ হয়নি।

