বাংলা ইন্ডাস্ট্রির একজন বড় মাপের অভিনেত্রী হলেন অনুসূয়া মজুমদার। তাঁর অভিনয়ের কোনও তুলনাই হয় না। বহু বছর ধরে ছোটপর্দা থেকে বড়পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। বলাই বাহুল্য, তিনি একজন দাপুটে অভিনেত্রী। কিন্তু যার অভিনয় দক্ষতা এত, তিনি নাকি অভিনেত্রী নয় বরং অন্য পেশার স্বপ্ন দেখেছিলেন। এই প্রসঙ্গেই নিজের জন্মদিনে ‘আনন্দ বাজার অনলাইনের’ কাছে মুখ খুললেন অভিনেত্রী।
‘এক্কা দোক্কা’র ঠাকুমা অভিনেত্রী অনুসূয়া মজুমদার জানিয়েছেন, ‘ছোট থেকে গান-নাচ শিখতেন। অভিনয়কে কখনোই পেশা হিসাবে নিতে চাননি তিনি। কত্থক শিখতেন অভিনেত্রী। আর সেটাকেই পেশা হিসাবে নিতে চেয়েছিলেন। কিন্তু কলেজে বিভিন্ন অনুষ্ঠানে যখন যোগ দিতেন তখন সিনিয়ররা খুব উৎসাহ দিতেন। এমনকি অভিনয়ের জন্য কলেজে প্রচুর পুরস্কার পেয়েছেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন অভিনয়টা নিয়ে ভাবা উচিত। সেখান থেকেই অভিনেত্রীর অভিনয়ের পথ চলা শুরু’।
ধানবাদের মতো ছোট শহর থেকে কলকাতায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করার পথ খুব একটা সহজ ছিলে না এই প্রবীণ অভিনেত্রীর কাছে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে কলকাতায় চলে আসেন। লরেটো কলেজে পড়াশুনো করেছেন। যেহেতু তিনি খুব লাজুক ছিলেন, তাই শহরে এসে মেয়েদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা পরতে হয়। পরবর্তীকালে অভিনয়ের পাশাপাশি চাকরি করেন। এরপর চাকরি ছেড়ে পাকাপাকিভাবে অভিনয়ে মন দেন।