শুধু অভিনয় নয়, ভালো গান গায় সৃজন! কিশোর কুমারের গান গেয়ে মঞ্চ মাতালেন রুবেল, প্রশংসায় নেটিজেন

অভিনেতা রুবেল দাস।

নিম ফুলের মধু ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস। ধারাবাহিকে সৃজন চরিত্রে ভালো খ্যাতি পেয়েছেন। তার আর অভিনেত্রী পল্লবী শর্মার জুটি পর্দায় ভালো সাড়া ফেলেছে।

হয়তো অনেকেই জানেন, রুবেল অভিনয়ের পাশাপাশি ভালো নাচ করে। কিন্তু জানেন কি শুধু নাচই নয়, ভালো  গান গায় এই ছোটপর্দার সৃজন। তার গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by Aadition (@theaadition)

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে কোন অনুষ্ঠানের মঞ্চে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের থেকে সৃজন আর পর্ণা অর্থাৎ পল্লবী আর রুবেল দুজনকেই অতিথি হিসাবে ডাকা হয়। আর সেই মঞ্চেই ডন ছবি থেকে কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খাইকে পান বানা’ গানটি গেয়ে মঞ্চ মাতিয়ে দেন। গানের সাথে সাথে নেচেও ওঠেন তিনি। তার গান শুনেও সকলে কমেন্ট বক্সে জানায়, “সৃজন গানটা একেবারে মন্দ গায় না।’