শুধু অভিনয়-নাচ নয়, বিশেষ গুণ রয়েছে ছোটপর্দার লক্ষ্মী কাকিমার! কি করলেন অপরাজিতা?

অপরাজিতা আঢ্য

অভিনেত্রী-নৃত্যশিল্পী তো বটে, তবে মৃৎ-শিল্পী অপরাজিতা আঢ্যকে কি চেনেন? বিনোদন দুনিয়ায় অভিনেত্রী একনামে পরিচিত হলেও অভিনেত্রীর আরও একটা গুণ আছে তা হয়ত অনেকেরই অজানা।

শুধু অভিনয়-নাচ নয়, এবার মৃৎ শিল্পী হিসাবে নিজেই ধরা দিলেন ছোটপর্দার লক্ষ্মী কাকিমা ওরফে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মাটি দিয়ে গণেশ মূর্তি গড়তে দেখা গেল অভিনেত্রীকে। ছোট্ট একটি টুলের উপর মাটি রেখে দিব্যি গড়ে তুলেলেন গণেশ মূর্তি। সঙ্গে রয়েছে মূর্তি বানানোর আরও সরঞ্জাম। নিখুঁত হাতের কাজ দেখে বোঝাই যাচ্ছে প্রায় সময়তেই এমন মূর্তি গড়ার কাজ করে থাকেন অপরাজিতা।

সম্প্রতি গণেশ মূর্তি গড়ার ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে অপরাজিতা লেখেন, ‘শিল্পের মাথা সবসময় তাড়া করে কিছু না কিছু করতেই হবে বলে সে যাই হোক। আজকের পড়া ছিলো ঠাকুর বানানো।’ অভিনেত্রীর হাতের কাজের প্রশংসায় মুগ্ধ তার অনুরাগীরা।