অভিনেতার পাশাপাশি একজন ভালো গায়কও মিঠাইয়ের সিড

মিঠাইয়ের সিড

বাংলার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোকে পিছনে ফেলে এগিয়ে এসেছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’। প্রথম সপ্তাহে থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে মিঠাই। মিঠাইয়ের মূল চরিত্রে রয়েছে সৌমিতৃষা (মিঠাই) এবং আদৃত রায় (সিদ্ধার্থ ওরফে সিড)। মিঠাইয়ের সিড রীতিমতো বাংলার ক্রাশ হয়ে উঠছে।

মিঠাইয়ের সিড অর্থাৎ আদৃত রায়ের অভিনয় বাংলার মানুষের মন জয় করে নিয়েছে। আদৃত রায়কে  ‘নূর জাহান’,  ‘প্রেম আমার ২’ , ‘পাসওয়ার্ড’,  ‘পরিণীতা’য়’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এবার বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় পা রেখেছেন অভিনেতা।

ছোট পর্দায় মিঠাইয়ে তার অভিনয়ের কোনও তুলনা হয় না। তবে জানেন কি আপনাদের প্রিয় ধারাবাহিক মিঠাইয়ের সিড শুধু অভিনয় নয় বরং একজন দুর্দান্ত গায়ক। সম্প্রতি আদৃত রায় মিঠাই ধারাবাহিকের জন্য মিঠাইয়ের সাথে এসেছিলেন ‘সারেগামাপা’র মঞ্চে’।

সারেগামাপা’র মঞ্চে  আকৃতি কক্করের সঙ্গে মঞ্চে  ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানে সুর দিলেন। তার গানের গলা মুগ্ধ করেছেন বিচারক আসনে বসে থাকা  ইমন, মিকা, আকৃতিকে। সেই গানের ভিডিও প্রকাশ পাওয়াতে বাংলার দর্শকের প্রচুর প্রশংসা করেছেন আদৃতকে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here