মালাবদল নয়! নতুন ধারাবাহিকের জন্য বন্ধ হতে চলেছে জি-বাংলার এই জনপ্রিয় মেগা

মিঠিঝোরা

জি-বাংলায় আসছে দিতিপ্রিয়া রায়ের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে প্রথম নাম প্রকাশ করলেও সেই প্রোমো আনা হয় যেখানে নাম উল্লেখ নেই। খুব সম্ভবত কোনও নতুন নাম দেওয়া হবে। তবে এই ধারাবাহিকের জন্য সরিয়ে দেওয়া হবে যেকোনো একটি মেগাকে।

কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, পুবের ময়নার জায়গায় বন্ধ করে দেওয়া হতে পারে ‘মালাবদল’-কে। তবে এই মুহূর্তে বড় আপডেট সময় পরিবর্তন হতে পারে বন্ধ করা হবে না মালাবদল ধারাবাহিককে। তাহলে নতুন ধারাবাহিকের জন্য কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে?

মিঠিঝোরা

সূত্রের খবর, বন্ধ করে দেওয়া হবে জি-বাংলার জনপ্রিয় পুরনো মেগা ‘মিঠিঝোরা’কে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা একেবারেই কমে গিয়েছে। এককথায় দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন এই মেগা থেকে। তাছাড়া তেমন কোনও নতুন গল্পও নেই। তাই কানাঘুষো, মিঠিঝোরা ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল। যদিও চ্যানেলের তরফ থেকে এখনো কিছুই জানানো হয়নি।