
করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে ‘জগদম্বা’ ওরফে অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল আবার ছোটপর্দায় কামব্যাক করছেন। দীর্ঘদিন ধরে তাকে ছোটপর্দায় দেখা যাচ্ছিল না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন নিজের পড়াশুনোর জন্য ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নিয়েছেন। এছাড়াও তিনি ধারাবাহিকের গল্প নিয়ে একটু চুজি হয়ে পড়েছেন। মনের মতো চরিত্র পেলেই তিনি আবার ফিরবেন।
এসবের মধ্যে আচমকাই তার ফেরার খবরে খুশি ভক্তরা। নিজেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সম্পূর্ণা। খুব শীঘ্রই স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকে তার এন্ট্রি হবে।
ধারাবাহিকে এই মুহূর্তে আয়ার কাজের সুবাদে লালনের সাথে দেখা হয়েছে ফুলঝুরির। লালন এক ডাক্তারের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর এই ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। আর তার মেয়ে ‘তিতি’র চরিত্রে অভিনয় করবেন ‘দুর্গা দুর্গেশ্বরী’র খ্যাত সম্পূর্ণা। প্রথমে শোনা যায় এই চরিত্রে ফিরবেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তবে তিনি এখনি পর্দায় ফিরতে রাজী নন। তার পরিবর্তে আসেন সম্পূর্ণা। তার ফেরার খবরে খুশি তার অনুরাগীরা।
View this post on Instagram