অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেতাদের মধ্যে একজন। দর্শকের কাছে তার অভিনয় বরাবরই প্রশংসিত। কাজের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দেন অভিনেতা। স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় ও মেয়ে হিয়াকে নিয়ে সুখের সংসার অভিনেতার। ইতিমধ্যেই লাইমলাইটের দুনিয়ায় দেখা মিলেছে শাশ্বত কন্যা হিয়ার।
তবে জানেন কি হিয়া ছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়ের রয়েছে আরও এক সন্তান। এদিন নিজের দ্বিতীয় সন্তানের সাথে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুই কন্যার ছবি পোস্ট করে শাশ্বত চট্টোপাধ্যায় লেখেন, “বাড়ি ফেরা মানে আমার দুই কন্যা সন্তানের কাছে ফেরা। একজন হিয়া চট্টোপাধ্যায় এবং অন্যজন ব্র্যান্ডি চট্টোপাধ্যায়।”
ব্র্যান্ডি চট্টোপাধ্যায় আসলে অভিনেতার আদরের পোষ্য যাকে নিজের দ্বিতীয় সন্তান বলে পরিচয় দিয়েছেন শাশ্বত। আদরের পোষ্য কে শুধু পরিচয় নয়, সন্তানের মতই ভালোবাসেন অভিনেতা।
Instagram-এ এই পোস্টটি দেখুন