লিপ নিয়েছে জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গেছে। এই চরিত্রে অভিনয় করছেন স্বয়ং অভিনেত্রী অঙ্কিতা মল্লিকই। দ্বৈত চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা।
এতদিন শোনা যাচ্ছিল জগদ্ধাত্রী ধারাবাহিকে দুর্গার নায়ক হিসাবে দেখা যাবে ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জিকে। কিন্তু সেই খবর নিছক গুঞ্জন ছিল কারণ সান বাংলায় একটি নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল। ইতিমধ্যে সেই প্রোমো পর্দায় চলে এসেছে।
তাহলে জগদ্ধাত্রী ধারাবাহিকে দুর্গার নায়কের চরিত্রে কাকে দেখা যাবে? এই মুহূর্তে বড় আপডেট দুর্গার নায়ক হিসাবে দেখা যেতে পারে অভিনেতা সায়ন মুখার্জিকে। যিনি এর আগে ফিরকি, রুপ সাগরে মনের মানুষ ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও এই নিয়ে এখনো কোনও অফিশিয়ালি ঘোষণা হয়নি।