গতকাল অনুষ্ঠিত হল ২০২৫ সালের ‘ঘরে ঘরে বায়স্কোপ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দার তারকারা নমিনেট ছিলেন। আর বাংলা সিরিয়ালের সেরা নায়কের পুরস্কার ছিনিয়ে নিল দুই জনপ্রিয় অভিনেতা।
‘ঘরের বায়োস্কোপ ২০২৫’-এ দর্শকদের নির্বাচনে সেরা হলেন জিতু কমল এবং বিচারকদের নজরে সেরা হলেন উদয় প্রতাপ সিং। পরিণীতা এবং চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মুকুটে উঠল শিরোপা।
এদিন অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন অভিনেতা জিতু কমল। সিনেমা-সিরিয়ালের শুটের মাঝেও পুরস্কার নিতে হাজির ছিলেন তিনি। সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ছিলেন জিতু। আর্য সিংহ রায়ের চরিত্রের জন্যই এই পুরস্কার। বলাই বাহুল্য, এই পুরস্কার তারই প্রাপ্ত।
তবে আকর্ষণীয় বিষয় ছিল, এদিন মঞ্চে দাঁড়িয়ে নিজেই তার প্রাপ্ত পুরস্কার তার সহ-অভিনেত্রী শিরীনকে উৎসর্গ করেন অভিনেতা। জিতু মঞ্চে দাঁড়িয়ে বলেন ‘আমি আমার এই পুরস্কার আমার সহ-যোদ্ধা শিরীন পালকে দিতে চাই। ও আমাদের ইন্ডাস্ট্রিতে সবে মাত্র এসেছে। যেভাবে আমাদের যুদ্ধে ও লড়াই করছে আর ওর জন্যই আমি এই পুরস্কার পেলাম।” এমনকি অভিনেতা জানান তার মায়েরও বক্তব্য এই পুরস্কারটা শিরীনের হাতে তুলে দেওয়া উচিত।

