দেব নয়! অনির্বাণের সঙ্গেই প্রথম বড়পর্দায় কাজ করতে চান ‘রাঙামতি তীরন্দাজ’ খ্যাত মনীষা

মনীষা মন্ডল

টেলিপাড়ার নতুন মুখ মনীষা মন্ডল। ‘রাঙামতি তীরন্দাজ ‘ ধারাবাহিক দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি। একটা সময় একেরপর এক অডিশন দিলেও কোন লাভ হয়নি, তবে মনে বিশ্বাস ছিল চান্স পেলে নিশ্চয়ই ডাক পাবে সে। শুরুটা যদিও সহজ ছিল না। তবে ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন দেখে এসেছেন মনীষা।

আর সেই মনের জোরেই আজ দর্শকের কাছে সে রাঙামতি তীরন্দাজ। সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্ন পূরণের গল্প শেয়ার করলেন মনীষা। যেখানে সৌমীতৃষা কুন্ডু থেকে শুরু করে শ্বেতা ভট্টাচার্য, ইধিকা পাল একাধিক অভিনেত্রীর পছন্দের তালিকায় রয়েছেন টলিউড সুপারস্টার দেব, এমনকি তারা প্রত্যেকেই দেবের সাথে প্রথম বড়পর্দায় ডেবিউ করতে চেয়েছেন সেখানে মনীষার পছন্দের তালিকায় রয়েছে অন্য কারোর নাম। কিন্তু কে সে?

টলিউডে কোন নায়ক সেরা? কাকে পছন্দ রাঙামতি-র? সাক্ষাৎকারে মনীষা কে প্রশ্ন করা হলে, মনীষা বললেন, ‘অনির্বাণ ভট্টাচার্য্য। ভীষণ ভাললাগে.. আমি ওঁর গুণমুগ্ধ, আর মানুষটারও ভক্ত।’

যদি কখনও অনির্বাণের সঙ্গে কাজ করার সুযোগ পান কেমন লাগবে তখন? হাসিমুখে মনীষা জানান, ‘আনন্দে লাফাব.. হয়তো অজ্ঞান হয়েই পড়ে যাব। স্বপ্নপূরণ হবে আমার। ছোটপর্দা থেকে কাজ শুরু করেছি বটে, কিন্তু বড়পর্দাতেও কাজ করার স্বপ্ন দেখি। আর শুধু অনির্বাণ কেন… আমি তো দেব, জিৎ সবার সঙ্গে কাজ করতে চাই।’