বর্তমানে বাংলা ধারাবাহিকে এক নম্বর নায়িকা হলেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মজুমদার। কিন্তু তাদের টেক্কা দিয়ে এবার দর্শকের বিচারে সেরা অভিনেত্রীর খেতাব ছিনিয়ে নিল ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের মেঘ ওরফে অভিনেত্রী তিতিক্ষা দাস।
না, আনুষ্ঠানিকভাবে হয়তো কোনও অ্যাওয়ার্ড পায়নি। তবে দর্শকের বিচারে এবার বাংলার সেরা অভিনেত্রী হিসাবে খেতাব দেওয়া হল মেঘ থুড়ি তিতিক্ষা দাসকে। টিআরপিড় তালিকায় তার অভিনীত সিরিয়াল কামাল দেখাতে না পারলেও অগণিত মানুষের মন জিতে নিয়েছে।
আসলে ধারাবাহিকে এতদিন সব অন্যায় মুখ বুজে সহ্য করতে দেখা যায় মেঘকে কিন্তু এখন সে প্রতিবাদী হয়ে উঠেছে। এই প্রথম বাংলা সিরিয়ালে কোনও নায়িকা নিজের স্বামীর ভুলগুলো চোখের সামনে তুলে ধরছে। এমনকি ভালোবাসার জন্য নিজের সম্মান এতটুকুও নীচে নামতে দেবে না।
অন্যদিকে বাংলার টপার ধারাবাহিকের নায়িকা দীপা নিজের স্বামীর অন্যায়, অপমান মুখ বুজে সহ্য করছে। আর দিনের পর দিন সত্য সামনে তুলে ধরছে না। সেদিক থেকে মেঘ বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। ধারাবাহিকে মেঘের এই প্রতিবাদী সত্ত্বা মন জিতে নিয়েছে দর্শক। এমনকি বেশ কিছু নেটিজেন মেঘকে বাংলা সিরিয়ালের “সেরা নায়িকা” হিসাবে তকমা দিয়েছে।