হিন্দি গান নয়, বাংলা কালজয়ী সৃষ্টি গান দিয়েই উদযাপন হল বছরের প্রথম দিন, ‘মেয়েবেলা’ ঘিরে প্রশংসার ঝড়

মেয়েবেলা

স্টার জলসার দর্শকদের প্রিয় একটি ধারাবাহিক হল মেয়েবেলা। শুরুর কিছুদিনের মধ্যে আলোচনায় উঠে এসেছে এই ধারাবাহিক। । এই ধারাবাহিকের আকর্ষণীয় ট্যাগলাইন হল ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। টিআরপির এক থেকে পাঁচের মধ্যে না থাকলেও ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের গল্প থেকে শুরু করে প্রত্যেকটি চরিত্র যেন কথা বলে। প্রত্যেকেই তুখড় অভিনেতা। ধারাবাহিকে রয়েছেন বেশ কিছু খ্যাতনামা বর্ষীয়ান শিল্পীরা। তার পরে কীভাবে এই ধারাবাহিক টিআরপি পাচ্ছে না তা সত্যিই ভাবায়।

আজকালকাল ধারাবাহিকগুলি যেখানে বাঙালিয়ানা ভুলতে বসছে, সেখানে ‘মেয়েবেলা’ আবার সেই পুরনো সংস্কৃতি তুলে ধরছে। আচ্ছা বলুন তো? আজকাল বাংলা সিরিয়ালগুলিতে কটা বাংলা গান থাকে? অর্ধেকের বেশি আজকাল হিন্দি গানে ভরপুর। কিন্তু মেয়েবেলা ধারাবাহিক সেদিক থেকে ব্যতিক্রম।


সম্প্রতি ধারাবাহিকে দুটি বিশেষপর্বে পয়লা বৈশাখ উদযাপন দেখানো হয়। যেখানে মিত্র বাড়ির সদস্যদের মধ্যে গানের লড়াই মেতে ওঠে। আর এই গানের লড়াইতে প্রত্যেকটি গান ছিল বাংলার পুরনো দিনের কালজয়ী সৃষ্টি গান। যা আবার আরও একবার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছেন দর্শকদের। সর্বশেষে বলতেই হয়, মেয়েবেলা অদ্বিতীয়।

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here