ববি দেওল নয়, ‘জামাল কুদু’ ভাইরাল নাচের স্টেপ অনেক আগেই করেছেন রেখা, ভিডিও দেখে অবাক নেটিজেন

ববি দেওল

হিন্দির জনপ্রিয় ‘অ্যানিম্যাল’ ছবির গান ‘জামাল কুদু’র কথা মনে আছে? এই ছবি যেমন বক্স অফিস কাঁপিয়েছিল তেমন এই গান রিলসের ট্রেন্ডে উঠে এসেছিল। এখনো এই গানের স্টেপে রিলস বানিয়ে থাকেন মানুষ।

ববি দেওল মাথায় কাঁচের গ্লাস নিয়ে সেই স্টেপ ঝড় তুলেছিল। তবে জানেন কি এই স্টেপ একটি সিনেমায় অনেক আগেই করেছিলেন অভিনেত্রী রেখা। তার অভিনীত একটি সিনেমার পুরনো ভিডিও ভাইরাল হতেই অবাক হয়ে যান নেটিজেনরা।

ববি দেওল ‘জামাল কুদু’ আর রেখা একটি পুরনো সিনেমায় একই স্টেপে নেচেছেন। ১৯৮৮ সালের ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার একটি গানে দেখা যায় রেখা মাথায় গ্লাস নিয়ে হুবহু ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের স্টেপে নাচছেন।

যিনি এই ভিডিওটি সামনে এনেছেন তিনি রেখার সিনেমার সেই গানের বদলে ‘জামাল কুদু’ গান ব্যবহার করেছেন। সেই ভিডিও দেখে অনেকেই বলছেন, ‘এতো রেখার করা স্টেপ’। আবার কারো মতে, ববি দেওল যখন ছোট ছিলেন রেখা ম্যাম এই কাজটি করেছেন।