বাংলা মিডিয়াম নয়, বন্ধ হয়ে যেতে পারে জলসার এই মেগা ধারাবাহিক

মেগা ধারাবাহিক

৩-রা নভেম্বর থেকে রাত ৮ টার আসছে নতুন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’। গতকাল ধারাবাহিকের সময় প্রকাশ পেয়েছে। আর স্লট সামনে আসতেই হতবাক সকলে। কারণ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এর জায়গা নিচ্ছে এই ধারাবাহিক। তাহলে কি শেষ হয়ে যাবে ইন্দিরার যাত্রা?

‘বাংলা মিডিয়াম’ সবে এক নতুন চরিত্রে প্রবেশ করেছে। ধারাবাহিকের গল্পের ট্র্যাক দেখে মনে হচ্ছে না যে এত জলদি এই ধারাবাহিক ইতি টানবেন নির্মাতারা। খুব সম্ভবত ‘বাংলা মিডিয়াম’-এর সময় পরিবর্তন হতে পারে। তাহেল কোন ধারাবাহিক বিদায় নিচ্ছে টিভির পর্দা থেকে।

গাঁটছড়া

কানাঘুষো শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকের জন্য বাংলা মিডিয়াম নয় বরং বন্ধ করে দেওয়া হতে পারে ‘গাঁটছড়া’কে। কারণ টিআরপির তালিকায় বাংলা মিডিয়ামের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে ‘গাঁটছড়া’। এমনকি গত দুই বছর ধরে ‘গাঁটছড়া’ টিভির পর্দায় চলেছে। সেক্ষেত্রে এই ধারাবাহিক বন্ধ হওয়ার সম্ভবনা বেশি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here