প্রয়াত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিমু ভৌমিক। বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার কানুনগো পার্কের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। আজই সম্পন্ন হবে অভিনেতার শেষকৃত্য। অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা।
গতমাসে আরও একবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। তারপর শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও মঙ্গলবার আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে।
অভিনয়, মুখের এক্সপ্রেশন, সংলাপ বলার ভঙ্গি সবটা মিলিয়ে বাংলা সিনেমার আইকনিক ভিলেন হয়ে উঠেছিলেন তিনি। শুধু ভিলেন নয়, কমেডিয়ান চরিত্রেও সমান দক্ষ ও সাবলীল ছিলেন অভিনেতা। ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ’, ‘সাহেব’, ‘নবাব’, মঙ্গলদীপ, গণদেবতা, দাদার কীর্তি-র মতো বহু জনপ্রিয় সিনেমায় তিনি তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকের মনে ছাপ রেখে গেছেন। সবমিলিয়ে ৬০ টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক।