গতকাল হয়ে গিয়েছে জি-বাংলা সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। এদিন বিজয়ী ট্রফি পুরস্কার তুলে দেওয়া হয় পদ্মপলাশ এবং অস্মিতা করকে। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শক। কারণ তাদের দাবি পদ্মপলাশের বিজয়ী হওয়ার কোনও যোগ্যতা নেই।
চলতি বছরে বিচারক আসনে ছিলেন শান্তুনু মৈত্র, রিচা শর্মা এবং শ্রীকান্ত আচার্য্য, ইমন চক্রবর্তী,রাঘব চট্টোপাধ্যায়, জোজো, রাঘব চট্টোপাধ্যায়,রাথিজিৎ ভট্টাচার্য সহ একঝাঁক সংগীতশিল্পী।
রবিবার সন্ধ্যায় বিচারকদের বিচারে সকলকে হারিয়ে জয়ী হন পদ্মপলাশ এবং অস্মিতা। তবে বিচারকদের এই ফলাফলে খুশি নন দর্শক। অধিকাংশ দর্শকের মতে অ্যালবার্ট কাবো-র জয়ী হওয়া উচিত ছিল। আবার রাজনীতি শিকার হল প্রতিযোগীরা, এমনটাই দাবি নেটিজেনদের। একাংশ দর্শক বলছেন, “সব টাকার খেল, টাকার জন্যই পদ্মপলাশ এবং অস্মিতাকে জেতানো হয়েছে”। বলাই বাহুল্য সারেগামাপা’র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন দর্শকের একটি বড় অংশ।
View this post on Instagram