মাত্র কয়েক সপ্তাহ ধরে জি-বাংলার পর্দায় শুরু হয়েছে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিক। অল্প কয়েক দিনেই ধারাবাহিকের গল্প মন জয় করেছে ছোটপর্দার দর্শকের। সেইসাথে গল্পের নায়ক নায়িকার জুটিও বেশ পছন্দের হয়ে উঠেছে সকলের কাছে। গল্পে নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা সায়ন বসু ও নায়িকার চরিত্রে রয়েছেন ছোটপর্দার ‘গৌরী’ ওরফে মোহনা মাইতি।
মোহনা মাইতিকে পর্দায় আমরা এর আগে বহুবার দেখেছি। কিন্তু জানেন কি? অভিনেতা সায়ন বসুর অভিনয় জগতে আসার গল্পটা ঠিক কেমন ছিল? সম্প্রতি কোন এক সাক্ষাৎকারে সায়ন জানান, অভিনয়ে আসার কোন পরিকল্পনাই নাকি তার ছিল না। দীর্ঘ ছয় বছর কর্পোরেট জীবন কাটানোর সুবাদে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরেই কেটেছিল তার কর্মজীবন।
এখানেই শেষ নয়, অভিনেতার আরও একটি শখের মধ্যে পড়ে ক্রিকেট। প্রায় ১৬-১৭ বছর ক্রিকেটও খেলেছেন তিনি। তবে বাড়িতে পড়াশোনা নিয়ে কড়াকড়ি থাকায় ক্রিকেট নিয়ে আর এগোনো হয়নি তার।
সায়নের কথায় জানা যায়, সুদুর মুম্বইতে প্রথম থিয়েটারে যোগ দিয়েছিলেন তিনি। আর সেখান থেকেই অভিনয়ের প্রতি এক আলাদা রকমের টান জন্মায় তার মনে। এরপর ২০২১ সালে কলকাতায় অভিনয় শিখতে শুরু করেন সায়ন। আর ওই বছরেই ‘লস্ট’ ছবির জন্য অডিশন দিয়ে সুযোগ পান একটি ছোট চরিত্রের জন্য।
এরপর কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিক দিয়ে তার প্রথম ডেবিউ। সেখান থেকেই সোজা জি-বাংলায় ‘কে প্রথম কাছে এসেছি’র জন্য সুযোগ আসে তার কাছে।
এই মুহূর্তে পর্দায় জমে উঠেছে ঋকদেব এবং মধুবনীর প্রেম। মধুবনীকে মনের কথাও জানিয়েছে ঋকদেব। তবে বাস্তবেও কি জীবনে মনের মানুষের সন্ধান পেয়েছেন সায়ন? সম্পর্কের ব্যাপারে কোন লুকোচুরি না করেই স্পষ্টভাবে সায়ন জানিয়েছেন তার জীবনেও এসেছে তার মনের মানুষ। আর সেই নাকি অভিনেতার সবচেয়ে বড় ফ্যান।