অভিনয় নয়, স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার, মছলন্দপুরের মেয়ে এখন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেঘা

অভিনেত্রী মেঘা দাঁ

পিলু মছলন্দপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা মেয়েটি আজ সকলের প্রিয় অভিনেত্রী। নিজের প্রথম ধারাবাহিকে সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন জিততে খুব বেশিদিন সময় নেননি ছোটপর্দার অভিনেত্রী মেঘা দাঁ।

যেকোনো তারকার জন্য প্রথম অভিনয় বেশ কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে মেঘার অভিনয় খুব সহজেই দর্শকের মন ছুঁয়েছে। ‘পিলু’ ধারাবাহিক শুরু হওয়ার প্রথমদিকেই অধিকাংশ দর্শক জানিয়েছিলেন ‘মেঘা অসাধারণ একজন অভিনেত্রী, যার মধ্যে কোন ন্যাকামি নেই’। প্রথম ধারাবাহিকের হাত ধরেই টেলি পাড়ায় জনপ্রিয়তা পেয়েছেন মেঘা। এরপর কথা ধারাবাহিকে ভিলেন চরিত্রেও দারুণ জনপ্রিয়তা লাভ করেন।

নায়িকা হোক বাঃ ভিলেন মেঘা সবেতেই দারুণ দক্ষ। তবে জানেন কি অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও সে কখনো ভাবেইনি পেশা হিসাবে অভিনয়কে বেছে নেবে।  আনন্দ বাজার অনলাইনের একবার এক সাক্ষাৎকারে মেঘা জানিয়েছিলেন, তার ছোট থেকে নাচ এবং গানের প্রতি ভালোবাসা। স্বপ্ন ছিল ভালো নৃত্যশিল্পী হওয়ার। কিন্তু ভাগ্য তাকে অভিনয় জগতে টেনে আনে। যদিও নাচের পাশাপাশি অভিনয়টাও ভালো করে রপ্ত করতে চান এই অভিনেত্রী।

‘ডান্স বাংলা ডান্স’ চলাকালীন মেঘাকে অনেকেই বলেছিলেন তার মধ্যে অভিনেত্রী-সুলভ ব্যাপার রয়েছে। সকলেই তাকে বলত একবার চেষ্টা করে দেখতে। আচমকাই অভিনয়ের সুযোগ আসে ওই মঞ্চ থেকে। সেই মুহূর্তেও অভিনেত্রী নাচ নিয়ে থাকতে চেয়েছিলেন কিন্তু তার বাবা-মা তাকে অনেক বোঝায়। তখন অভিনেত্রী সিদ্ধান্ত নেয় একবার চেষ্টা করে দেখার।  খেয়ালি ঘোষ দস্তিদারের কাছে ওয়ার্কশপও করেছিলেন তিনি। সেখান থেকে আজ বাংলার ঘরে ঘরে ‘পিলু’ হয়ে উঠেছেন মেঘা।