টেলিপাড়ায় চারিদিকে বিবাহ বিচ্ছেদের খবর। সম্প্রতি তিন বছরের সংসার ভেঙেছে অঙ্কিতা-প্রান্তিকের। অন্যদিকে নীল-তৃণার বিচ্ছেদের জল্পনা। আর তার মাঝেই ঘর ভাঙার খবর শোনা যাচ্ছে আরেক তারকা দম্পতিকে ঘিরে।
১ বছর হয়নি সংসার পেতেছেন বাংলা সিরিয়ালের অভিনেতা অভিষেক বসু এবং শার্লি মোদক। ‘ফুলকি’ ধারাবাহিকের সেট থেকে তাদের সম্পর্ক শুরু। গত বছর সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা। এসবের মাঝে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিষেক আর শার্লির দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। খুব শীঘ্রই নাকি আলাদা হতে চলেছে তারা। সত্যিই কি তাই?
শোনা যাচ্ছে, তাদের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তির কারণে সংসার ভাংছে।সসাল মিডিয়ায় এই গুঞ্জন কানে গিয়ে পৌছায় তারকা দম্পতি। অবশেষে সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।
শার্লি জানান, “এ ধরনের গুঞ্জনের কোনও সত্যতা নেই। বরং এই রটনা নিয়ে নিজেরা হাসিঠাট্টা করেছেন।” অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তাদের যে বিবাহ বিচ্ছেদের খবর রয়েছে তা পুরোটাই ভুয়ো বরং সুখে একসাথে সংসার করছেন তারা।

