আর ভিলেন নয়, এবার নতুন চরিত্রে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

ছোটপর্দার অতি পরিচিত মুখ অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। যিনি প্রথম ‘উমা’ ধারাবাহিকের নায়িকা হিসাবে পর্দায় প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন। পর্দা উমা হিসাবেই তাকে দর্শক চিনেছিলেন।

এরপর পর্দার ভিলেন হিসাবে তাকে দেখা যায় পর্দায়। পঞ্চমী, সন্ধ্যাতারা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল অষ্টমী ধারাবাহিকে। বহুদিন পর আবার পর্দায় ফিরছেন শিঞ্জিনী।

তবে নেগেটিভ চরিত্রে নয়, বরং নতুন সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তার দেখা মিলবে। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’। লীনা গাঙ্গুলির এই ধারাবাহিক নিয়ে ইতিমধ্যে দর্শকমহলে তুমুল উত্তেজনা। প্রোমোতে দেখা না গেলেও এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন শিঞ্জিনী।