যোগ্যতা থাকলেও হাতে কাজ নেই! “পুজোতে একটা সুতোও কেনা হয়নি…হাতে টাকা-পয়সাও নেই”, বললেন তনিমা সেন

তনিমা সেন

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন। যাকে একসময় বাংলা সিরিয়াল থেকে সিনেমা সবেতেই দাপটের সাথে অভিনয় করতে দেখেছে। আজ সেই অভিনেত্রীকেই অনিশ্চয়তায় জীবন কাটাতে হচ্ছে। এর আগেও একাধিকবার অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি মোটেই কাজ ছাড়েননি বরং কাজই তাকে ছেড়ে দিয়েছে।

সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’তে, নেতিবাচক চরিত্রে। এছাড়াও অতিথি চরিত্রে বেশকিছু ধারাবাহিকে মাত্র পাঁচ-সাত দিনের কাজ হাতে আসলেও, এওই সামান্য সুযোগে জীবিকা চলবে না অভিনেত্রীর তা বেশ টের পাচ্ছেন তনিমা।

কোন এক সাক্ষাৎকারে তনিমা বলেছিলেন, “বর্ষীয়ান শিল্পীদের জন্য প্রতিদিনের কাজ করা খুব সহজ নয়, তবে মাসে অন্তত ১২-১৩ দিনের কাজ থাকলে ভালভাবে চলা যেত। বাস্তব চিত্র কিন্তু একেবারেই উল্টো। কাজ না থাকায় অর্থকষ্ট বাড়ছে দিন দিন।”

পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে যখন চারপাশে নতুন জামাকাপড় কেনাকাটার বা সাজসজ্জার ধুম, তখন তনিমার আক্ষেপ, “এবার পুজোতে একটা সুতোও কেনা হয়নি, অনেকদিন কাজ ছিল না তো, হাতে টাকা-পয়সাও নেই।”

অভিজ্ঞতা থাকা সত্বেও কাজ মেলেনি ইন্ডাস্ট্রিতে। যা নিয়ে বড় আক্ষেপ তনিমার। তাই অভিনেত্রীর নতুন উদ্যোগ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক থেকেই ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলেছেন ‘শিল্প বাসনা’। যেখানে বাঙালি চিত্রশিল্পীদের সাক্ষাৎকার, প্রয়াত শিল্পীদের কাজের উপকরণ তুলে ধরেন দর্শকের সামনে।