বাংলা হোক বা হিন্দি গানের রাজা মানেই অরিজিৎ সিং। যার গান শুনলেই পাগল হয়ে যায় কোটি কোটি ভক্তের মন। এত বড় মাপের অভিনেতা হওয়া সত্ত্বেও নেই কোনও অহংকার। সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। নিজের গ্রাম নিজের মাটি মুর্শিদাবাদকে ভোলেননি তিনি।
মাঝেমধ্যেই মুর্শিদাবাদে তার দেখা পান মানুষ। কোভিডের সময় অক্সিজেন, বেডের ব্যবস্থার করে দিতে অসহায় মানুষদের কাছে ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছেন।
সেলিব্রেটি মানেই বিলাসবহুল জীবন, নামীদামী ব্র্যান্ডের পোশাক, দামি গাড়ি, শৌখিনতার জন্য লাগাতার খবরের শিরোনামে থাকেন তারা। সেখানে দাঁড়িয়ে একেবারে মাটির মানুষ অরিজিৎ।
যার সারা বিশ্বে এত নামডাক, মুম্বইয়ের আন্ধেরীতে নিজস্ব বাড়ি রয়েছে, তিনি কিনা নিজের ছেলের পড়াশুনোর জন্য বেছে নিলেন মুর্শিদাবাদের একটি স্কুল। চাইলে কি তিনি পারতেন না আর পাঁচটা সেলেবের মতো মুম্বাইয়ের নামীদামী ইংলিশ মিডিয়ামে নিজের ছেলেকে ভর্তি করতে? কিন্তু সেটা করেননি তিনি, আর এখানেই পার্থক্য তার। তার এই খবর এখন শিরোনামে।
বহরমপুরের মাউন্ট লিটেরা জি স্কুলে ছেলে জুল-কে ভর্তি করিয়ে নেটিজেনদের নজর কাড়লেন অরিজিৎ সিং। এমনকি ভর্তি করানোর সময় নিজের পাওয়ার ব্যবহার করেননি তিনি। বরং আর পাঁচটা সাধারণ অভিভাবকের সঙ্গেই স্কুলের গেটের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে তাকে। তার এই সরলতাকে শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগীরা।