বড় অভিনেতা নয়, বরং বড় হয়ে স্বামী বিবেকানন্দের মতো ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখে পর্দার ‘বিলে’ সাফল্য দেবনাথ

সাফল্য দেবনাথ

৬ জুন থেকে আকাশ আটের পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’। স্বামীজির বিলে থেকে বিবেকানন্দ হয়ে ওঠার গল্প ঘিরেই তৈরি এই ধারাবাহিক। এখানে বিলে চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী সাফল্য দেবনাথ।

সাফল্য দেবনাথ

পর্দায় নিখুঁত ভাবে স্বামীজির চরিত্র ফুটিয়ে মুখের কথা নয়। তবে কঠোর পরিশ্রম করে অসাধারণভাবে বিলে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছে সাফল্য। এতটুকু ইতিমধ্যেই অভিনয় জীবনে সাফল্য অর্জন করেছে সে। পড়াশুনোর খুব মনোযোগ এই শিশুশিল্পীর। ছোট থেকেই থিয়েটারে অভিনয় করে সে। শিক্ষকের থেকেই খোঁজ পেয়ে অডিশন দিতে আসে। তারপরই এই ধারাবাহিকে প্রধান চরিত্রে সুযোগ পান।

শুটিংয়ের পাশাপাশি সেটেই মন দিয়ে পড়াশুনো করে সাফল্য। শোনা যায়, বিলে চরিত্রে নিখুঁত অভিনয় করার জন্য অনেক পরিশ্রম করে সে। একদিন গাছের উপরে উঠে একটা দৃশ্য ছিল তার। গাছে উঠতে না পেরে সে নাকি কান্নাকাটি শুরু করে দেয়। তারপর সেটের সকলে মিলে মইয়ের সাহায্যে তাকে গাছে তুলে দেয়। তারপইর সেই দৃশ্যটি সম্পন্ন করে এই খুদে।

পর্দার বিলে অর্থাৎ শিশুশিল্পী সাফল্য দেবনাথের প্রিয় অভিনেতা-অভিনেত্রী জিৎ-শ্রাবন্তী। কিন্তু বড় হয়ে সে অভিনেতা নয় বরং খুদের স্বপ্ন বড় হয়ে স্বামী বিবেকানন্দের মতো ভালো মানুষ হওয়ার।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here