ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ শার্লি মোদক ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। একসময় দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে জড়ালেও টেকেনি সেই সম্পর্ক। বর্তমানে দু’জনেই নতুন সঙ্গীর সঙ্গে সংসার পেতেছেন। শার্লি গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা অভিষেক বসুর সঙ্গে। অন্যদিকে মৃত্যুঞ্জয় আইনি বিয়ে সেরেছেন চৈতালি দত্তর সঙ্গে।
সম্প্রতি স্ত্রী চৈতালি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’-এর ‘হিন্দোল ওরফে মৃত্যুঞ্জয় জানিয়েছেন তার জীবনের সমস্ত দুঃখকষ্ট সামলে তাকে আগলে রেখেছেন চৈতালি।
অন্যদিকে শার্লির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন, “কিছু বিচ্ছেদ বোধহয় ভালর জন্যই হয়। পাঁচ বছরের প্রেম ভাঙতে খুব কষ্ট হয়েছিল। এখন বুঝেছি, ওই সম্পর্ক না ভাঙলে চৈতালির মতো ভাল মানুষের সন্ধান পেতাম না।”
বিয়ের পর থেকেই শার্লি-অভিষেকের নানা মুহূর্তের ছবি সমাজমাধ্যমে দেখা গেলেও মৃত্যুঞ্জয়-চৈতালির ছবি সেভাবে চোখে পরেনি। তবে কি পুরনো প্রেম আজও ভাবায় মৃত্যুঞ্জয়কে?
মৃত্যুঞ্জয় আরও বলেন, “শার্লি মোদক নামে কোনও নারীর অস্তিত্বই আর আমার জীবনে নেই। আমার সত্তা জুড়ে শুধুই চৈতালি। খুবই ভাল মনের মানুষ।”
মৃত্যুঞ্জয়ের কথায়, “খুব গভীর ছিল সেই সম্পর্ক। তাই বিচ্ছেদের পর ঠিক করেছিলাম, আর সম্পর্কে জড়াব না।” কিন্তু অবশেষে ব্যস্ত রাস্তায় হঠাৎ দেখা চৈতালির সঙ্গে। “একদিন রাস্তায় শুটিং করছিল। প্রথম দেখায় প্রেম। আলাপ হওয়ার পর বেশ ভাল লাগল। সেই অনুভূতি থেকেই দু’জনে একসাথে থাকার সিদ্ধান্ত।”