টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। দীর্ঘ বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তিনি। তাকে এক নামেই সকলে চেনেন। একসময় ধারাবাহিক জগতে তাকে দেখা যেত। তবে বর্তমানে অভিনয় জগত থেকে একেবারেই আড়ালে চলে গিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি বহুদিন পর এক সাক্ষাৎকারে ধরা দিলেন। আর এই সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন।এই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এখন আর মেগা ভালো লাগে না। শেষ সিরিয়াল করেছি ‘ক্ষীরের পুতুল’। সত্যি বলতে এখন আর কেউ ডাকে না। তার পরে আর প্রস্তাব পাইনি। অনেকে বলেছিলেন কাজের কথা, কিন্তু কোনও ডাক আসেনি। ”
তিনি আরও বলেন, এছাড়াও আমি খুব বেছে করি চরিত্রগুলি। আমার শুধু একটাই চাহিদা ছিল আলাদা মেকআপ রুমের। সমবয়সি কারও সঙ্গে রুম শেয়ার করতেও দ্বিধা নেই। কিন্তু ছোট ছোট ছেলেমেয়ের মাঝে বসে থাকতে পারব না। কারণ এখন আর কেউ সন্মান দিতে জানে না। একটা মেকআপ রুমে ঢুকছি দেখছি আমার থেকে বয়সে ছোট অভিনেতা পায়ের উপর পা তুলে বসে সিগারেট খাচ্ছে। এগুলো খুব খারাপ লাগে।’
সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/shakuntala-barua-shares-her-bad-experiences-in-acting-31787