‘এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়…’, টিআরপি প্রকাশ পেতেই কার উদ্দেশ্যে বার্তা জিতুর

জিতু

অভিনেতা জিতু কমলের সাথে একসঙ্গে শট দিতে রাজী নয় দিতিপ্রিয়া রায়। তাই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। দিতিপ্রিয়ার পরিবর্তে অপর্ণার জায়গায় আসে নবাগতা অভিনেত্রী শিরিন পাল।

শিরিন এন্ট্রি নেওয়াতে যেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি। এমনটাই মত দর্শকের। নতুন জুটির রসায়নে বুঁদ দর্শকেরা। তবে জনপ্রিয়তা পেলেও একডল নবাগতাকে ক্রমশ কটাক্ষ করে যাচ্ছেন। বিশেষ করে দিতিপ্রিয়ার ফ্যানেরা।

নতুন অভিনেত্রীর চেহারা নিয়েও কটাক্ষ করেছেন অধিকাংশ। অনেকেই বলেছিল দিতিপ্রিয়া ছাড়া এই ধারাবাহিক চলবে না তবে আজকের টিআরপি অন্য কথাই বলছে। নায়িকা না থাকলেও শুধু নায়ক এবং বাকিদের অভিনয় দিয়েই টিআরপির পঞ্চম স্থান ধরে রেখেছে ‘চিরদিনই’।

টিআরপি প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্দার আর্যের। জিতু লেখেন, “ধন্যবাদ ইউনিভার্স। ধন্যবাদ আমার ভগবান,আমার আত্মীয় দর্শক। ধন্যবাদটা খুব জানাতে ইচ্ছে করলো। এই পৃথিবীতে কেউই অপরিহার্য নয়। শুধু দর্শনই অমর।” অনেকের মতে জিতুর লেখা শেষ লাইনটি দিতিপ্রিয়ার উদ্দেশ্যে লেখা। যদিও এই বিষয়ে স্পষ্ট নয়।