‘কেউ খোঁজ নেয়নি…মৃত্যুর আগে ফোন হাতে বসে থাকত কেউ যদি খোঁজ নেয়’! শেষযাত্রায়ও এলো না কেউ, ‘মৃত্যুর পর সবাই আহা উহু করছে’, চোখের জলে ক্ষোভপ্রকাশ অভিনেতার বোনের

অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

গত রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল শেষ কাজ। শেষযাত্রায়ও পাশে পেল না ইন্ডাস্ট্রিকে। কিন্তু এই ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছিলেন প্রয়াত অভিনেতা। এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তার প্রচুর অবদান।

পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় শিখেছেন, যাঁর সহপাঠীরা ছিলেন, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, আসরানি। যিনি মৃণাল সেন, তপন সিনহার মতো পরিচালকের পছন্দের অভিনেতা ছিলেম তাকেই বেঁচে থাকতে ভুলে গেলেন সকলে। একবারের জন্য খোঁজ রাখেননি কেউ। কিন্তু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই  সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা।

দাদার শেষকৃত্য সেরে চোখে জল নিয়ে যেন সেই সব আক্ষেপ ক্ষোভের সাথে উজার করে দিলেন কল্যাণ চট্টোপাধ্যায়ের বোন কেয়া মুখোপাধ্য়ায়।

চোখে জল নিয়ে কেয়া বলেন, ‘মৃত্যুর পর সবাই আহা উহু করছে…মানুষ বেঁচে থাকলে কেউ খোঁজ নেয় না। দাদার সময়েও সেটা হল। হাতে গোণা কয়েকজন আসত। কিন্তু বেশিরভাগই কোনও খোঁজ নিত না। দাদার আক্ষেপ ছিল। ফোন হাতে বসে থাকত। কিন্তু কেউ খোঁজ নেয়নি। এখন মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়ে কী লাভ!”

সূত্রঃ https://tv9bangla . com/entertainment/actor-kalyan-chatterjees-sister-comment-on-tollywood-1265521.html