‘এখনো আমার জীবনে কেউ এলো না’, আক্ষেপ অভিনেতা সায়ক চক্রবর্তীর

অভিনেতা সায়ক চক্রবর্তী

বাংলা টেলিভিশনের একজন অতি পরিচিত মুখ অভিনেতা সায়ক চক্রবর্তী। অভিনেতার পাশাপাশি দর্শক তাকে চেনে একজন জনপ্রিয় ব্লগার হিসাবে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। নেটিজেনদের প্রিয় মানুষ তিনি।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার পর থেকে মাঝেমধ্যেই লাইম লাইটে থাকেন তিনি। কিছুদিন আগেই তার দাদা সব্যসাচী এবং বৌদি সুস্মিতা রায়ের ডিভোর্সের জন্য চর্চায় উঠে এসেছিল সায়কের পরিবার।

যদিও সেসব অতীত। বর্তমানে চুটিয়ে কাজ করছেন সায়ক। তবে মঙ্গলবার অভিনেতা সামজমাধ্যমের পাতায় তাঁর কিছু ছবি ভাগ করে নেন। যার ক্যাপশনে লেখা ‘বিয়ের বয়স হয়ে গেল। এখনও জীবনে কেউ এল না।’ তাহলে কি বিয়ে নিয়ে চিন্তায় আছেন সায়ক? যদিও সেই উত্তর জানা যায়নি।

তবে সায়কের এই পোস্ট দেখে তার অনুরাগীরা তাকে সান্ত্বনা দিয়েছেন। একজন লিখেছেন, ‘ধৈর্য ধরো ঠিক পাবে।” আবার কেউ লিখেছেন, “আপনি চেষ্টা করুণ ঠিক পেয়ে যাবেন।”