‘আমায় কেউ কাজ দেয় না, অনেকের কাছে আমি মারা গিয়েছি’, আক্ষেপ বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের

অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

আজ বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন। ৮৮ বছরে পা দিলেন অভিনেত্রী। স্বর্ণযুগের প্রথম সারির নায়িকা তিনি কিন্তু আজ তাকে আর পর্দায় কেউ নেয় না। জন্মদিনের সেই আক্ষেপের কথাই এই সময় অনলাইন-এর সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

এই সময় অনলাইন-কে জানিয়েছেন, তার শুটিং ফ্লোরে যাওয়ার খুব ইচ্ছে। তিনি বলেছেন,  ‘আমাকে কেউ নেয় না। ভাবে, যদি হুট করে মরে যাই, ছবির কাজটা শেষ হবে না। এটাই সকলের ভয়। সেটা থাকাও অমূলক নয়। হতেই তো পারে।’

জন্মদিন উপলক্ষে অভিনেত্রী এই সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘হয়তো অনেকের কাছে আমি মারা গিয়েছি। আমার মৃত্যু নিয়ে ভুয়ো খবরও ছড়িয়েছে। এই বয়সে মানুষ কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে পারেন। এখন তো আর কেউ বলবে না, দীর্ঘজীবী হও। সেই দীর্ঘজীবন আমি কাটিয়ে এসেছি।’

সুত্রঃ https://eisamay . com/entertainment/what-did-actress-sabitri-chattopadhyay-say-on-her-birthday/200348950.cms