বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী। নয়ের দশক থেকে অভিনয়ের জার্নি শুরু করলেও বর্তমানেও তা অব্যাহত। বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন অভিনেতা। পাশাপাশি রয়েছে ওয়েব সিরিজও।
সম্প্রতি ওটিটি জগতে মুক্তি পেল সৃজিত মুখার্জি পরিচালিত দ্বিতীয় সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি- ভূস্বর্গ ভয়ংকর’। সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখরা।
এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েব সিরিজকে ঘিরে নানা অভিজ্ঞতার কথা শেয়ার করলেন টোটা। ছিন্নমস্তা থেকে ভূস্বর্গে ভয়ঙ্কর, তবে কি অনেকটাই পরিনত ফেলুদা? প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘সেটা তো দর্শকই বলবে। তবে প্রথমবার ফেলুদা করার সময় কোথাও একটা ভয় ছিল। তবে ভূস্বর্গে ভয়ঙ্কর এর ক্ষেত্রে একটা কোথাও যেন তটস্থ, একটা ভিত্তি ছিল।’
ফেলুদার চরিত্রটি একদিকে যেমন দাদা অন্যদিকে ভীষণ সৎ, কঠিন মনের মানুষ। আর ফেলুদার এমন ব্যক্তিত্বই আকৃষ্ট করেছে টোটাকে। তবে এই সিরিজ নিয়ে যে যথেষ্ট আশাবাদী অভিনেতা তা তার কথাতেই স্পষ্ট। আশাকরি, সিরিজটি বাংলার দর্শকের কাছেও ভালো লাগবে।