চলতি সিজেনে বাংলার সারেগামাপার’র বিচারক আসনে ছিলেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। প্রতিযোগীদের ভুলগুলো তুলে ধরে তাদের শুধরে দিতেন। দর্শকের মতে এরকম বিচারক অনেকদিন পর পেলেন তারা।
বলিউডের একের পর এক গান গেয়ে নিজের স্থান পাকা করেছেন অন্তরা। তাকে বলিউড সিঙ্গার হিসাবেই চেনেন সকলে। তবে তার গাওয়া বাংলা গান ‘কিশোরী’ এখন সর্বত্র ছড়িয়ে। খাদানের এই গান আলাদা মাত্রা এনে দিয়েছে।
কিশোরী গানে বাংলা শ্রোতাদের উন্মাদনা দেখার পর আবার বাংলা গানে সুর দিলেন সংগীতশিল্পী। ‘বহুরূপ’-এর একটি রোম্যান্টিক গান সদ্য রেকর্ড করেছেন অন্তরা।
এবার বাংলা গানের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা প্রসঙ্গ আনন্দবাজার ডট কমের কাছে মুখ খুললেন শিল্পী। অন্তরা এই সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আমিও ভাবতে পারিনি ‘কিশোরী’ এত ভাল ফল করবে। এখন গানের জনপ্রিয়তা দেখে মনে আশা জাগছে। বিয়েবাড়ি থেকে পুজো প্যান্ডেল— সর্বত্র শোনা যাচ্ছে এই গান। ছবি ছাড়াও আলাদা ভাবে বেসরকারি রেডিয়ো চ্যানেলে শোনা যাচ্ছে ‘কিশোরী।’
‘বহুরূপ’তে গান গাওয়া প্রসঙ্গে অন্তরা বলেছেন, ‘ন ভাল না লাগলে আমি গাই না। গান শুনেই মনে হল, শ্রোতাদের ভাল লাগবে। তার পর যখন জানতে পারলাম কুণাল গাইবেন, আশা দ্বিগুণ বেড়ে গেল। কারণ, ইতিমধ্যেই কুণালের অনেক বাংলা গান হিট।’
তাহলে এবার থেকে বাংলা ইন্ডাস্ট্রি অন্তরাকে বেশি করে পাবেন? এই প্রশ্নের উত্তরে আনন্দবাজার ডট কম এর সাক্ষাৎকারে গায়িকা আরও বলেন, আমি যে বাংলা বলতে পারি, বাংলা গান গাইতে পারি— তাই-ই কেউ বিশ্বাস করেন না! জি বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে বসায় রাজ্যবাসী অন্তরাকে চিনতে পারল।
সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/singer-antara-mitra-explains-the-actual-scenario-of-bengali-movie-music-now-a-days-dgtl/cid/1586337