একসময় উদয়কে নায়কের চরিত্রে মেনে নেয়নি কেউ, আজ তার অভিনীত ধারাবাহিক পাঁচবার বাংলার টপার

অভিনেতা উদয় প্রতাপ সিংহ

বাংলা সিরিয়ালের দীর্ঘদিন একই ধরণের চরিত্রে অভিনয় করতে করতে একটা ট্যাগ লেগে যায়। তাই তাকে অন্যরকম চরিত্রে দেখলেই দর্শক প্রথমে কটাক্ষ করেন। তেমনটাই ঘটে অভিনেতা উদয় প্রতাপ সিংহয়ের ক্ষেত্রে।

ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও একাধিক ধারাবাহিকে তাকে পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন। তবে বলে রাখা ভালো, উদয় পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তার চরিত্রে আলাদা শেড ছিল। যেমন মিঠাই, নিম ফুলের মধু ইত্যাদি। তবে বর্তমানে পার্শ্বচরিত্রে থেকে তিনি নায়কের চরিত্রে। স্বাভাবিক ভাবেই শুরুতে ধেয়ে এসেছিল নিন্দুকের কটাক্ষ।

পরিণীতা ধারাবাহিক শুরু হওয়ার আগে অনেকেই উদয়কে দেখে সমালোচনা করেছেন। অভিনেতা নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন । উদয়কে শুনতে হয়েছিল, ‘এ আবার নায়ক? বেশিদিন টিকবে না’। এমনকি পার্শ্বচরিত্রে কাজ করায় তাকে নিয়ে প্রথমদিকে মোটেই কেউ আশাবাদী ছিলেন না।

তবে নিন্দুকের সমালোচনাকে তুড়ি মেরে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি নায়ক হওয়ার যোগ্য। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক পরপর পাঁচবার বাংলাসেরা। টিআরপির সব রেকর্ড ভেঙে দিয়েছে এই মেগা। যারা একসময় উদয়কে নিয়ে আশা রাখতেন না তারাই আজ উদয়ের প্রশংসায় পঞ্চমুখ।