আর নয়, ১৭ বছরের অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন ‘খড়কুটো’ পটকা ওরফে অম্বরিশ ভট্টাচার্য

অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য

দীর্ঘ ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা তিনি। সিনেমা থেকে সিরিয়াল সর্বত্রে তার নামডাক রয়েছে। তার অভিনীত সিরিয়াল ‘রাজা গজা’ আজও দর্শকের মনে তাজা। খড়কুটো ধারাবাহিক শেষ হয়ে গেলেও ‘পটকা’ চরিত্রে অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের অভিনয় সিরিয়ালপ্রেমীদের মনে ছাপ রেখে গেছে।

অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য অভিনয় দক্ষতা এমনি যে যেকোনো চরিত্রে দর্শকের মনে গেঁথে যায়। সিরিয়াস চরিত্র হোক অথবা কমেডিয়ান সবেতেই তিনি সেরা। তারা অনবদ্য অভিনয় দীর্ঘ ১৭ বছর দর্শকদের কখনো কাঁদিয়েছেন আবার কখনো হাসিয়েছেন। সব শেষে তিনি চলচ্চিত্র জগতের খুব প্রিয় একজন অভিনেতা।

অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য

সম্প্রতি টলি ফোকাস কলকাতা নামক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের নানা অজানা কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি এমন এক বড় সিদ্ধান্ত জানান, যা শুনে মন খারাপ হয়ে গিয়েছে সকলের।

অভিনেতা এই সাক্ষাৎকারে জানিয়েছেন অনেকে ছোট, বড় নাট্যদলে কাজ করেছেন। তার কেরিয়ারের শুরু থিয়েটারের হাত ধরে। এত বছর নিজের শর্ত অনুযায়ী কাজ করেছেন। তার কথায় তিনি ‘বোহেমিয়ান’ জীবনযাপন করেছেন। বিয়ে সংসার না করে অভিনয়কে আঁকড়ে ধরেই বেঁচে রয়েছেন। কলেজ জীবনের পর চাকরি নিয়ে মাথা ঘামাননি। এমনকি পরিবারের কেউ জোর করেননি। নাটক দলে তার অভিনয় দেখে প্রযোজক ইন্দ্রনীল সেন তাঁকে ‘রাজা গজা’ সিরিয়ালে গজা চরিত্রটির জন্য বেছে নেন। এখান থেকে শুরু হয় তার যাত্রা।

অম্বরিশ ভট্টাচার্য বলেন, “আমি অসংখ্য প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের দেখেছি, যাদের আমার থেকে অনেক বেশি প্রতিভা রয়েছে,  কিন্তু তারা সেভাবে কাজ পাননি কিন্তু তাদের থেকে কম প্রতিভাবান হয়ে আমি কাজ করছি এটাই আমার কাছে বড় পাওনা”।

অভিনেতা জানান, “তিনি অভিনয়ের ব্যস্ততার জন্য আগের জীবনটা ভীষণ মিস করেন। নাট্যদলে থাকাকালীন তিনি ঘুরে বেড়াতেন, মানুষ দেখতেন। তিনি মানুষ দেখতে খুব ভালোবাসেন। মানুষ দেখেই তিনি অনেক কিছু শিখেছেন। কিন্তু অভিনয়ে আসার পর মানুষ দেখাটাই কমে গিয়েছে। তাই তিনি এই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আবার আগের জীবনে ফিরতে চান। এই মুহূর্তে তিনি নিজেকে ইন্ডাস্ট্রিতে ‘ওভারইউজড’ হিসাবে ভাবেন। অভিনেতা নাকি দর্শকের আসনে নিজেকে বসিয়ে দেখেছেন, তার আর নিজেকে পর্দায় দেখতে ভালো লাগছে না। আর এই কারণেই তিনি চান ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে আবার আগের জীবনে ফিরে যেতে”।

Source: ichorepaka . in

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here