আর অপমান নয়, নিজের সম্মান বাঁচাতে এবার শ্বশুরবাড়ি ছাড়ল পর্ণা, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নতুন মোড়

নিম ফুলের মধু

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে আসছে নতুন চমক। আর অপমান সহ্য করবে না পর্ণা, নিজের সম্মান রক্ষার্থে এবার শ্বশুরবাড়ি ছাড়ল সে।

ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডে দেখানো হয়েছে পর্ণা চাকরির যাওয়ার প্রথমদিন তাঁর শাশুড়ি মা জানান চাকরি করতে গেলে তার দত্ত বাড়িতে জায়গা হবেনা। এদিকে অফিস থেকে ফিরতে দেরি হয় তাঁর। অফিস থেকে বাড়িতে পা রাখতেই কৃষ্ণা এবং জেঠু মিলে চরম অপমান করেন। এমনকি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন।

এরপর পর্ণা তাঁর স্বামী সৃজনকে জিজ্ঞেস করে তারও কি মত? উল্টে সৃজন পর্ণাকে মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলে। এরপর পর্ণা সকলের সামনে জানায়, “আমি চাকরি ছাড়ব না, আর তাঁর জন্য আমি বাড়ি ছাড়তে প্রস্তুত’। এরপর রাতেরবেলা শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। ধারাবাহিকের এই এপিসোড দেখে বেজায় খুশি হয়েছে দর্শক। অনেকে আবার বাস্তবের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।


Leave A Reply

Please enter your comment!
Please enter your name here