অভিনেত্রী টুম্পা ঘোষ, বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে খুব পছন্দের অভিনেত্রী। জি-বাংলার ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে কড়ি কমল চরিত্রে দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন টুম্পা। তারপর থেকেই সকলের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন।
একসময় প্রধান সারির চ্যানেলে ‘বিধির বিধান’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘বেদিনী মোলুয়ার কথা’, ‘অগ্নিজল’, ‘জয় কালী কলকাতা ওয়ালী’ মতো একাধিক জনপ্রিয় সব ধারাবাহিকে কাজ করেছেন।
বহু বছর হয়ে গেল তিনি প্রধান সারির চ্যানেলে নেই। মাঝে সান বাংলার ধারাবাহিকে কাজ করছিলেন টুম্পা। কয়েকদিন ধরেই তার পর্দায় ফেরারা খবর শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছিল তিনি নাকি বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন।
তবে এবার নিজেই ঘোষণা করলেন সেই সুখবর। বাংলা ধারাবাহিকে নয়, এবার ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন অভিনেত্রী। ‘ক্লিক’-এর সাপ্তাহিক মেগা সিরিজ ‘বাড়ুজ্জে ফ্যামিলি’-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম কিরণমালা।