‘আর বাহা নয়, শ্রী’র লড়াই দেখবেন’, নতুন ধারাবাহিক নিয়ে মুখ খুললেন রনিতা দাস

অভিনেত্রী রনিতা দাস

আর বাহা নয়, বাহার খোলস ছেড়ে বেরিয়ে এখন তিনি হয়ে উঠবেন ছোটপর্দার ‘শ্রী’। এক মায়ের লড়াই গল্প নিয়েই পর্দায় হাজির হলেন অভিনেত্রী রনিতা দাস। ইষ্টি কুটুম ধারাবাহিকের বহু বছর পর আবার কামব্যাক ছোটপর্দায়।

ধারাবাহিকের নাম  ‘ও মোর দরদিয়া’তে। বিপরীতে বিশ্বজিৎ ঘোষ, ফাহিম মির্জা। নিজের নতুন কাজ নিয়ে ভীষণ উৎসাহিত রনিতা। নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন আনন্দ বাজার অনলাইনের কাছে।

এই সাক্ষাৎকারে রনিতা জানিয়েছেন,  “গল্প নতুন। জুটি নতুন। লড়াইটাও নতুন। সব নতুন ভাবে শুরু করতে চাই। আর ‘বাহা’ নয়। এ বার ‘শ্রী’র লড়াই দেখবেন।  গল্পটা পুরো জানি না। শুরুটা শুনেই রাজি। এক ‘বাঘিনী’র লড়াই। এ ভাবেই বর্ণনা করা হয়েছিল। আমি আর ‘না’ বলিনি।” আপাতত অভিনেত্রী তার ছবির প্রচারে ব্যস্ত।